মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আসামি আটকের ঘটনায় ডিবি পুলিশের ওপর হামলা, মারপিট ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (৯ জুন) রাতে উপজেলার চরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় দৌলতপুর থানায় সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদের দুই ভাতিজাসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ জুন) রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আলহাজ আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, গত রোববার দিবাগত রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চরদিয়াড় এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা নামে একজনকে আটক করে। পরে উদ্ধারকৃত মাদক ও আসামিকে ছাড়িয়ে নিতে মাদক চক্রের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।
মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তাররা হলেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামের আব্দুল লতিফ দফাদারের ছেলে জুয়েল রানা (২১), হোগলবাড়িয়া ইউনিয়ন চকদিয়াড় এলাকার ছামিউল লস্করের ছেলে রনি ইসলাম (২২) ও তার ছোট ভাই মান্না লস্কর (২০), একই গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শাহরিয়ার মাহমুদ রাজিব (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুল হক চৌধুরী বলেন, দৌলতপুর থানায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, আমাদের তিনজন পুলিশ সদস্য আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.