নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা পৌর শহরের পশ্চিম নাগড়া সওদাগর পাড়া গ্রামের কয়েকটি পরিবারের অনেকেই করেন মাদক ব্যবসা। কেউ হেরোইন, কেউ গাঁজা, কেউ বা ইয়াবা। তাদের কারণে এলাকায় বেড়েছে মাদকসেবীদের আনাগোনা। দিন দিন এলাকাবাসীর মাঝেও বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাদককে না বলতে ও মাদক ব্যবসায়ীদের প্রতিহত করতে একাট্টা হয়েছে এলাকাবাসী এমনটাই বলছিলেন পশ্চিম নাগড়া সওদাগর পাড়ার এক আলোচনা সভায় ওই এলাকার মসজিদ কমিটির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলু।
আজ মঙ্গলবার (৫ মার্চ ) বিকেলে গ্রামের জামে মসজিদের পাশে অনুষ্ঠিত হয় গ্রামবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা। সেখানেই মাদক ব্যবসায়ী ওই পরিবার গুলোর বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন স্থানীয়রা।
এ সময় পশ্চিম নাগড়া সওদাগর পাড়া এলাকার নেত্রকোনা জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক রহমত আলী তার বক্তব্য বলেন,
আমরা সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে আসছি এবং আজকে যেহেতু এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ অনেকেই উপস্থিত হয়েছে
আমরা সকলে মিলে এলাকার সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করব এবং আমরা জানি পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে আসছে আজকের পর থেকে কেউ যদি এলাকায় মাদক ব্যবসা জুয়া খেলা সহ কোন অপরাধমূলক কর্মকাণ্ড করে আমরা সকলে এলাকাবাসী মিলে তাকে আইনের কাছে সোপর্দ করবো।
আমরা নিজেরা কখনোই আইন হাতে তুলে নেব না অপরাধী যেই হোক আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিবো।সভায় আরো বক্তব্য রাখেন ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি আকবর মাস্টার, মসজিদ কমিটির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, মুক্তি মিয়া,
জসিম উদ্দিন, আল আমিন,তাইজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য আরো অনেকেই।এ সময় গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।