প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২৩, ৬:৩৫ পি.এম
মাদারগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এম আর সাইফুল, মাদারগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে কোটি টাকার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে আজাদ নামে এক ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া বউ বাজার থেকে পূর্ব সুখনগরী পর্যন্ত নির্মানাধীন পাকা সড়কে ওই ঠিকাদারের নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে ভালোমানের সামগ্রী ব্যবহারে সংশ্লিষ্টদের কাছে তারা দাবি জানান। উপজেলা এলজিইডি কার্যালয় সুত্রে জানা গেছে,বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া বউ বাজার থেকে পূর্ব সুখনগরী পর্যন্ত ২ কিলোমিটার পাকা সড়ক নির্মানে ২ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৩১২ টাকা ৭৭ পয়সা চুক্তি বরাদ্দ দেওয়া হয়। জামালপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস দূর্গা এন্টার প্রাইজের ঠিকাদারি লাইসেন্সে কাজটি করছেন আজাদ নামের একজন ঠিকাদার। সরেজমিনে গিয়ে দেখা যায়,সড়কে বিছানো হয়েছে নিম্মমানের ইট ও খোয়া। নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন, নিম্নমানের কাজ হচ্ছে এটা আমরা জেনে প্রতিবাদ করলেও তাতে কোন কাজ হয়না বলে আমরা কোন প্রতিবাদ করিনা। নিন্মমানের খোয়া ব্যবহার করার বিষয়ে ঠিকাদারের নিয়োজিত মিস্ত্রি চান মিয়া বলেন,এই ধরনের খোয়া ব্যবহার না করলে ফিনিশিং আসে না। তাই এসব খোয়া ব্যবহার করা হচ্ছে। ঠিকাদার প্রতিষ্টানের নাম জানতে চায়লে আজাদ ও ফারখ চৌধুরীর নাম বলেন তিনি। সড়কটির নির্মাণ কাজের ঠিকাদার আজাদের দাবি তিনি ভালো মানের ইট দিয়েছেন তবে ইটের কালার ভালো নয়। এ কাজের সঙ্গে জড়িত ঠিকাদারগণের কথা জানতে চায়লে আজাদ বলেন আমি ও ওয়াজেদ মিলে কাজটি করছি। উপজেলা এলজিডি প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন,বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। আমি বিকালে লোকে পাঠিয়ে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এলইজিডি জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ সায়েদুজ্জামান সাদেক বলেন,কোন প্রকার অনিয়ম মানা হবেনা। বিষয়টি আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করতেছি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.