প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৩:৫৪ পি.এম
মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জামালপুরের বাংলা নিউজের প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের কর্মরত সাংবাদিকরা।
দুপুর বার টা ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জানের নেতৃত্বে অন্যআন্য সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়ার সাংবাদিক মফিজ ইমাম মিলন.তমিজউদিন তাজ.নাজিম বকাউল.আশিষ পোদ্দার বিমান.এহসান রানা. আজিজুল হক.সুমন ইসলাম.মনিরুজ্জামান.সাইফুল ইসলাম মনি.শ্রবন হাসান.পান্নাবালা .রাজিব. আনিসুর রহমান.সুজাউজ্জামান জুয়েল. হাসানুজ্জামান অপৃর্ব অপুও ফরিদপুরের বাংলা নিউজ এর প্রতিনিধি হারূন উর রশিদ সহ ফরিদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। বক্তব্যরা অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.