
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় কবি মহিদুর রহমান সড়কের একটি বাসা থেকে দুই শিশু সন্তানসহ প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার মালয়েশিয়া প্রবাসী শাহীনের স্ত্রী শেখা আক্তার (৩০), ছেলে আলভী (৯) ও মেয়ে সাইফা (২)।
ওসি এসএম আমান উল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাড়ির মালিক ও স্থানীয়দের সহায়তায় ওই বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। ঘরের মেঝেতে ছেলে-মেয়ের ও খাটের ওপর মায়ের মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোমবার (২২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময়ে ওই নারী নিজে তার দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ঘটনাস্থলে বিষের বোতলও পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটতে পারে। নিহতের স্বামী মালয়েশিয়াতে থাকেন। ওই বাসায় ওই নারী দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।