মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় পাখিভ্যান উল্টে এক যাত্রী নিহত এবং ৩ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১২ টায় কুষ্টিয়া মেহেরপুর সড়কের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাজার থেকে ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা গ্রামের মামুনুর রশিদ লিপুর স্ত্রী জেসমিন, ছেলে মুবিন ও জেসমিনের মা মিনা খাতুন। তালতলায় এসে ভ্যান থেকে নামার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়লেও মিনা ও তাঁর কোলে থাকা মুবিন বেঁচে যায়। তবে তাদের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জেসমিন (৩০)।
এ সময় গুরুতর আহত ভ্যানচালক আবদুল্লাহ, জেসমিনের মা মিনা ও ছেলে মুবিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশকে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.