মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতার ফেনসিডিল সেবনের ছবি ফাঁস হয়েছে। স্থানীয় লোকজনের মুঠোফোনে সেই ছবি ছড়িয়ে পড়েছে।
ছবি দেখার পর দলসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলীয় নেতারা বলছেন, এমন ঘটনা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে করেন। এনামুল হক বাবলু চেয়ারম্যানের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও। তিনি এবার চেয়ারম্যান নির্বাচিত হন।
স্থানীয় কয়েকটি সূত্র জানা গেছে, ২০২২ সাল ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন এনামুল হক বাবলু।এবারও দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ।
তিনটি ছবিতে দেখা যায়, চেয়ারম্যান ফেনসিডিল সেবন করছেন। তবে ছবি গুলো কবে কখন তোলা, সেটা নিশ্চিত হওয়া যায়নি।
চিতলিয়া ইউনিয়নবাসীরা বলেন, ছবিতে যেটা দেখলাম, এটা যদি সত্যি হয়, তবে খুবই খারাপ কাজ করেছেন। এটা লজ্জাজনক। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেখানে ইউনিয়নের চেয়ারম্যান কিভাবে ফেনসিডিল সেবন করে এটা আমাদের ইউনিয়নবাসীর লজ্জাজনক।
এ বিষয়ে চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি পরে কথা বলব ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.