প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৩:১০ পি.এম
 মুদির দোকানে টিসিবির পণ্য বিক্রি করায় এক দোকানিকে ১৪ দিনের কারাদণ্ড 
  
    
    
    
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পন্য মুদি দোকানে বিক্রি করায় মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে   তালতলী বাজারে অনিল চন্দ্র শীলকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়।
জানা গেছে, তালতলী বাজারে  অনিল চন্দ্র শীলের দোকান থেকে চিনি ৪১ কেজি, ডাল ৮০ কেজি, সয়াবিন ( ৩৬ বোতল ) ৭২ লিটার তেল জব্দ করা হয়।
দোকান মালিককে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় এ কারাদন্ড  দেয়া হয়।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, মুদির দোকানে টিসিবি পণ্য বিক্রির অভিযোগে একজনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.