নিজস্ব প্রতিবেদক:আগামী ১১ জানুয়ারি ২০২৫ “মুলঘর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২৫” অনুষ্ঠিত হবে। ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত উক্ত স্কুলের গৌরবের ১৬৮ তম বার্ষিকী কে স্মরণ করে স্কুল প্রাঙ্গনে আগামী ১১ জানুয়ারি ২০২৫ এ অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক ঐতিহাসিক মেলবন্ধন।
১৯৩৯ এ অনুষ্ঠিত গোল্ডেন জুবিলী র ৮৫ বছর পর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশ বিদেশ থেকে জড় হচ্ছে অসংখ্য প্রাক্তন ছাত্র ছাত্রী। থাকছে প্রাক্তন শিক্ষার্থী ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা, স্পন্সর শপ, শিক্ষা মেলা। রঙিন স্যুভেনির এর জন্য ইতিমধ্য লেখা আহবান করা হচ্ছে, স্যুভেনির কমিটি উপদেষ্টা লে. কর্নেল অব.মাহমুদ(+8801558147959), “আকাশ +880 1678-101777” (obaidul.akash16@gmail.com) ও অন্যান্য।
অনলাইন অফ লাইন রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন কমিটি উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোর্শেদ মওলা-১৯৭৩ (বিকাশ ০১৭১১৮০০০৪৯) নেতৃত্বে স্বচ্ছ রেজিস্ট্রেশন টিম কাজ করছে। বৈদেশিক সমন্বয়ক আমেরিকা প্রবাসী শিক্ষার্থী ভাই কমিটি উপদেষ্টা ডাক্তার সৈয়দ আলী ইমাম ( +12058865829) সরাসরি অনুদান পাঠানোর হিসাব: কৃষি ব্যাংক ফকিরহাট, বাগেরহাট : বাংলাদেশ ১৪০৩-০৩১১১৪১৭৮০. পুনর্মিলনী সভাপতি: আজমল খান মিন্টু- ১৯৭৯ ও সেক্রেটারী: শেখ ইফতেখার আহমেদ পলাশ – ১৯৮৪. যোগাযোগ: প্রচার কমিটি উপদেষ্টা: এস এম বাবলা-১৯৭৮ (+880 1715-684203) ও সমন্বয়ক খন্দকার মাহাবুব হোসেন – ৮৭ , (+৮৮০১৭১৭০৯৫৯২৫) ও অন্যান্য।