নিজস্ব প্রতিবেদক: সাভার মডেল থানাধীন ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাশী খেয়াঘাট হতে ৫০ গজ পশ্চিম দিকে তুরাগ নদী হতে বসিলা নৌ পুলিশ ফাঁড়ি, মোহাম্মদপুর, ঢাকা পুলিশ এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ উদ্ধার করে যার বয়স অনুমান ৩০ বছর, উচ্চতা অনুমান ৫ ফুট ০৪ ইঞ্চি,গায়ের রং শ্যামলা, পরনে একটি কালো রংয়ের জিন্স প্যান্ট ও একটি কালো রংয়ের বেল্ট পরিহিত ছিল।
মৃতদেহটি অর্ধগলিত থাকায় হাতের ছাপ নেওয়া সম্ভব হয়নি। উক্ত বিষয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয় যা সাভার মডেল থানার মামলা নং- ৮৩ তারিখ- ২৩/০৫/২০২৩ ধারা- ৩০২/ ২০১/ ৩৪ পেনাল কোড। মৃতদেহের পরিচয় সনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম করা হয়েছে। সিআইডি কর্তৃক ডিএনএ নমুনাও সংরক্ষণ করা হয়েছে।
উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য মৃতদেহের পরিচয় সনাক্তের লক্ষ্যে সংরক্ষিত ডিএনএ নমুনার সাথে অজ্ঞাত মৃতদেহের নিকট আত্মীয় স্বজনের ডিএনএ মিল/ অমিল পরীক্ষার জন্য কেহ যোগাযোগ করতে চাইলে মোবাইল নং - ০১৩২০১৬৪০৭০( ইনচার্জ, বসিলা নৌ পুলিশ ফাঁড়ি) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাব অনুরোধ করা হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.