অনলাইন ডেস্ক:
ময়মনসিংহে আওয়ামী লীগের জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১১ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠের জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী।
এরপর জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে দেখতে ও তার বক্তব্য শুনতে সকাল থেকেই ময়মনসিংহের উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীও সাধারণ মানুষ সেখানে আসেন। বিকাল হতেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আছে।
প্রধানমন্ত্রী সঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিসহ দলের কেন্দ্রীয় ও ময়মনসিংহের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.