ময়মনসিংহ প্রতিনিধি ঃ মানুষ বড়ই অসহায়,যাবে কোথায় ? আইনের ধারকবাহক এডভোকেট নিজেই আসামী পক্ষের মহিলাকে চেম্বারের সামনে মারধর করেন। গতকাল বুধবার ৯ এপ্রিল দুপুর ২ টায় নগরীর জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী রোকেয়া জানান ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের মৃত আছর আলীর পুত্র আরজত আলী প্রতিবন্ধী। গত ৬/৭ মাস পূর্বে গরু চোর মারার ঘটনায় মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে। উক্ত মামলা পরিচালনার জন্য এ্যাডভোকেট মাসুদ রানাকে নিয়োজিত করি। আমার প্রতিবন্দি ভাইকে জামিন করানোর বিষয়ে এ্যাডভোকেট মাসুদ রানা আমার কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করেন। প্রথমে ১ লক্ষ টাকা পরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আরোও ১ লক্ষ টাকা সহ সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করি। প্রায় সময়ই আমার ভাইয়ের জামিনের কথা বললে এ্যাডভোকেট মাসুদ রানা বলে যে, জামিন করে দিচ্ছি, দিব বলে প্রায় ৭ মাস হয়ে গেলেও জামিন না করিয়ে দিয়ে আমাদের হয়রানি করছে।
পরবর্তীতে জামিনের বিষয়ে ২ লক্ষ টাকা দেওয়া বাবদ উক্ত টাকা ফেরত চাইলে দিব দিচ্ছি বলে আর দেয় না। এ্যাডভোকেট মাসুদ রানাকে আমার দেওয়া ২ লক্ষ টাকা ফেরত চাইলে সে রাগান্বিত হয়ে আমি রোকেয়া,বোন শিউলি, ভাইয়ের বউ মিলিকাকে এলোপাথারী কিল ঘুষিসহ পড়নের কাপড় চোপড় ছিড়ে ফেলে। তখন আমি অজ্ঞান হয়ে পড়িলে আমার গলায় থাকা ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা জ্ঞান ফিরলে খুঁজে পাইনি। পরে হুমকি দিয়ে বলে যে, তোর টাকা দিব না জামিন ও করিয়ে দিব না, তুই যা পারস কর গিয়ে। তোদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো। পরবর্তীতে যদি আবার টাকা নেওয়ার জন্য চেষ্ঠা করছ তাহলে তদের প্রাণে মেরে ফেলবো। তখন আশেপাশে থাকা লোকজনসহ আমার ছোটবাচ্চা ও আমাদের তাদের হেফাজত হতে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি করি।
এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় এডভোকেট মাসুদ রানা, এডভোকেট শাহজাহান সাজুসহ আরোও তিনজনকে অজ্ঞাত করে অভিযোগ দায়ের করি।আমরা তদন্ত সাপেক্ষে এর বিচার চাই। এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক রিপন চন্দ্র সরকার জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.