নিজস্ব প্রতিবেদক
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর পালপাড়া এলাকা থেকে মোঃ স্বপন মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩১ হাজার ৫০০ টাকা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ‘ক’ সার্কেলের পরিদর্শক (ইনচার্জ) মুহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে এসআই মোঃ আল মাসুদ, এএসআই মাইন উদ্দিন এবং সিপাহী রাজু মিয়া, আশরাফুল আলম পাপ্পু, সারোয়ার হোসাইন নোমান ও সালমান ফারসী সমন্বয়ে একটি রেইডিং টিম অভিযান চালায়। অভিযান দলটি বলাশপুর পালপাড়া এলাকার কাজল রানী সরকারের বাড়ির পূর্ব পাশের গলিপথে পৌঁছালে পালানোর চেষ্টা করে স্বপন মিয়া। এসময় তাকে ঘেরাও করে আটক করা হয়। উপস্থিত স্থানীয় সাক্ষী মোঃ শওকত আলী (৪০) ও মোঃ মিজানুর রহমান (১৮)-এর উপস্থিতিতে নিয়ম মেনে তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অধিদপ্তরের সরবরাহকৃত ওজন পরিমাপক যন্ত্রে ট্যাবলেটগুলোর ওজন নির্ধারণের পর ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়। তালিকা ও লেবেলে সাক্ষী, গ্রেফতারকৃত আসামী এবং কর্মকর্তাদের স্বাক্ষর নেওয়া হয়। পরে আলামত থেকে ১টি ইয়াবা ট্যাবলেট রাসায়নিক পরীক্ষার জন্য পৃথক করে সীলগালা করা হয়। পরিদর্শক আমিনুল কবির জানান, “গ্রেফতারকৃত আসামী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে সংরক্ষণ করছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সারণী ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।” তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা শূন্য সহনশীল নীতি অনুসরণ করছি।” এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। জব্দকৃত আলামত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে রয়েছে এবং নমুনা পরীক্ষার জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত কয়েক মাসে ময়মনসিংহে ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একাধিক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, যা প্রশাসনের কঠোর অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন সচেতন মহল।