বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে টাউন হল ও ব্রীজ মোড়ের সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ ব্যুরো চীফ, ময়মনসিংহ:

ময়মনসিংহে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের প্রবেশমুখ নগরীর টাউনহল মোড় এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে তিন হাজার শিক্ষার্থী অংশ নেন।

সোমবার দিনভর ও রাতে অনলাইন ক্যাম্পেইন শেষে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় সময় নির্ধারিত থাকলেও তার আগেই জড়ো হতে থাকেন তারা। স্লোগান দিয়ে শিক্ষার্থীরা এসে টাউনহলের কর্মসূচিতে যোগ দেন৷ এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড এবং ছোট ছোট বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে বিক্ষোভে অংশ নেন। আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘কোটা না মেধা’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’ স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। তারা বলেন, ‘আমরা অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে গেলাম। নির্বিচারে সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, কোটা প্রথার সংস্কার চাই।’

ময়মনসিংহ-টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি গুকুল সুত্রধর মানিক। এ সময় আশপাশে বিপুল পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীদের অবরোধের কারণে টাউন হল এলাকা থেকে শহরের অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ থাকে।

এদিকে বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। সময় শত শত যানবাহন সড়কে আটকে যায় এবং যানজটের সৃষ্টি হয়। কোতয়ালি মডেল থানার ওসি মাইনুদ্দিন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধের কারণে নগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin