প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৫:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪১ পি.এম
ময়মনসিংহে তামিলের অপেক্ষায় চার হাজারের অধিক গ্রেফতারী পরোয়ানা

বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ শহরে ও শহরতলীতে আইন শৃংখলার চরম অবনতি ঘটেছে। এদিকে কোতোয়ালী মডেল থানায় প্রায় ৪ হাজার ২ শো গ্রেফতারী পরোয়ানা তামিলের অপেক্ষায় রয়েছে।
দস্যুতা, ছিনতাই, খুনখারাবী, চুরিসহ বিভিন্ন মামলায় এসকল পরোয়ানা তামিলের অপেক্ষায় রয়েছে। ফলে শহরে চুরি ছিনতাই মারাতœক ভাবে বেড়ে গেছে। তামিলের অপেক্ষায় থাকা গ্রেফতারী পরোয়ানার মধ্যে জিআর মামলা, সিআর মামলা ও সাজা প্রাপ্ত আসামী রয়েছেন। মানুষ জবাই করে অটো রিক্সা নিয়ে যাওয়া, শহরের বিভিন্ন স্থানে ছিনতাই, মোটর সাইকেল চুরি, মাদকে শহর সয়লাব সবই যেন অপরাধ সেবীরা বীরদর্পে করে যাচ্ছে! মোটর সাইকেল চুরি ও মোবাইল ছিনতাই ঘটনায় থানা পুলিশ অভিযোগ কিংবা জিডি করে থাকেন। এ সকল ঘটনা অহরহ ঘটে চলেছে। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় অপরাধ প্রবনতা মারাতœক আকার ধারন করায় সাধারন মানুষের মাঝে আতংক বেড়ে গেছে। সাধারণ মানুষ অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেনা। পুলিশের নিরাপত্তার কথা বলে পুলিশ ঘটনা স্থলে যাচ্ছেনা বলে অনেক ভুক্তভোগী জানিয়েছেন।
অপরদিকে ভৈরব রেল গেইটের পাশে কুখ্যাত মাদক ব্যবসায়ী রুমা ও জহিরুলের অভিযোগে এস আই জাহিদ ৩ দফা অভিযুক্তের বাসায় গিয়েছেন! কোতোয়ালী মডেল থানায় প্রায় ৪ হাজার ২ শো গ্রেফতারী পরোয়ানা তামিলের অপেক্ষায় রয়েছে। কোন কোন ব্যক্তির নামে মাদক, দস্যুতা ও ছিনতাইয়ের হাফ ডজন থেকে এক ডজন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বিভিন্ন সুত্রে জানা যায়, এসকল ব্যক্তিরা ৫ আগষ্টের পর বীরদর্পে প্রকাশ্যে এসেছে এবং শহরে ঘুড়ে বেড়াচ্ছে।
গত ২৬ নভেম্বর রাতে অটো চালক আকাশকে জবাই করে অটো রিক্সা ছিনিয়ে নেয়। ঘটনার পর এখনো কেউ গ্রেফতার হয়নি। পাট গুদাম বীজ এলাকায় ও রেল স্টেশন থেকে ভৈরব রেল গেইট পর্যন্ত এলাকায় প্রতিনিয়ত ছিনতাই ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন সময়ে চুরি খবর পাওয়া যাচ্ছে। এগুলো শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকছে বলে অনেকেই জানিয়েছে। শহরের বিভিন্ন স্থানে ব্যপক হারে মাদক ব্যবসা হচ্ছে। কেওয়াট খালির হামে, কৃষ্টপুরের পাপ্পু, সিরাজ, গোহাইলকান্দির দুখিনী, রহমতপুরের রাহেলা, রুনা, ভৈরব রেল গেইটের রুমা, আলমগীর, পুরহিত পাড়া রয়েছে মাদকের হাট, ঢাক ঢোল পিটানোর মতই এখানে মাদক বিক্রী হয়। এরা শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী। শহরে এদর ডালপালায় রয়েছে শতাধিক মাদক ব্যবসায়ী। এশহরে মাদক এখন খুব সহজ লভ্য।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.