বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে মহান বিজয় দিবসে বিজয় মেলা

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ ব্যুরো চিফ,ময়মনসিংহঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আজ ১৬ ডিসেম্বর ( সোমবার) বিজয় মেলা ২০২৪ আয়োজন করা হয়েছে। ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: আখতার আহমেদ। উদ্বোধন পরবর্তী বিভাগীয় কমিশনার বিজয় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড.মোঃ আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো: আজিজুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাঙালির শ্রেষ্ঠ অর্জন ৭১-এর স্বাধীনতা। ১৬ই ডিসেম্বরের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এই স্মৃতিকে আরো বেশি স্মরণীয় ও দীর্ঘস্থায়ী করতে এ ধরনের মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে এ মেলার গুরুত্ব অনেকাংশে। আঙিনা, আমরা পারি, রাংতা, অন্যান্য, বেহু, রকমারি ভালুকা, ব্রহ্মপুত্র শিল্প কুটিরসহ বিভিন্ন নামীয় প্রায় ৩৪টি স্টল এ মেলায় স্থান পায়। এ মেলার অধিকাংশ স্টলগুলো ব্যক্তি প্রতিষ্ঠান ও সমবায় সমিতির। নিজস্ব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যসামগ্রী স্টলগুলোতে তারা প্রদর্শন করেন। ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে ময়মনসিংহের সাংস্কৃতিক ঐতিহ্যর ধারক ও বাহক হিসেবে কাজ করে সে ধরনের পণ্য, স্থানীয় পিঠাসহ নানান প্রকারের বাণিজ্যিক সামগ্রী স্টলগুলোতে দেখা যায়। বিজয়ের এই দিনটিতে জনসমাগমের মাধ্যমে এখানকার স্থানীয় লোকেরা বিজয়ের উল্লাসকে উপভোগ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin