শেখ মামুনুর রশীদ মামুনঃ
বাংলাদেশ রেলওয়ে একটি জনস্বার্থের স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠান। সাধারণ মানুষের সাথে বাংলাদেশ রেলওয়ের নাড়ির সম্পর্ক। এ ক্ষেত্রে রেলওয়ে বিভাগের প্রতিজন কর্মকর্তা কর্মচারি প্রকৌশল বিভাগের সকল স্তরের কর্মরত ব্যক্তিগন এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারিরা সততা ও নিষ্ঠার সাথে দক্ষতা নিয়ে কর্ম সম্পাদন করে যাবেন এটাই জনসাধারণের প্রত্যাশা।
কিন্তু এরপরও অভিযোগের পাহাড় দেখা যায় রেলওয়ে বিভাগের প্রতিটি স্তরে।
এমনই এক অভিযোগ পাওয়া গেছে ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র প্রকৌশল অফিসের কর্মরত অফিস সহকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগে প্রকাশ ময়মনসিংহ রেলওয়ের প্রকৌশল অফিসের নামে যে বরাদ্দ আসে। সেই টাকার অধিকাংশই হাওয়া করে দেন অফিস সহকারী শফিকুল ইসলাম। তবে এই দূর্ণীতি করতে গিয়ে শফিকুল ইসলামকে নানান ধরনের অপকৌশল অবলম্বন করতে হয়। যেমন তাকে ভূঁয়া বিল- ভাউচার তৈরী করতে হয়। অফিসের এক বিল্ডিংকেই একাধিকবার রং করতে হয় ইত্যাদি। এমনকি তিনি অবৈধভাবে যে ভবন টিতে বাস করেন সেখানেও রেলওয়ে বিদ্যুৎ চুরির মহোৎসব!
তবে গুরুতর অভিযোগ পাওয়া গেছে গত ২০২৩- ২৪ অর্থ বছরে এই অফিসে বরাদ্দ এসেছিলো প্রায় ২৬ লক্ষ টাকা। অনেক টাকার কাজ এবং কাজও অনেক থাকার কথা কিন্তু অফিস সহকারী শফিকুল ইসলাম কায়দা কানুন করে নাম মাত্র কাজ দেখিয়ে প্রায় পুরো টাকাটাই আত্নসাৎ করে ফেলে। খোঁজ নিয়ে জানা গেছে শফিকুল ইসলামের সাথে একই অফিসের আরও কয়েকজন কর্মকর্তা- কর্মচারি প্রত্যক্ষভাবে জড়িত আছে। জানাগেছে ২৬ লক্ষ টাকার মধ্যে শফিকুল ইসলাম মাত্র আড়াই লক্ষ টাকার নামমাত্র কাজ সম্পন্ন করে ভূ্য়া বিল- ভাউচারের মধ্য দিয়েই পার পেয়ে গেছেন কিন্তু রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশল অফিসের দূর্ণীতির মহোৎসব তো ঘটে গেলো যার কোন অফিসিয়ালি তদন্ত হলোনা! হলোনা এই পুকুরচুরি নামক দূর্ণীতিটির বিভাগীয় তদন্ত। তবে এসব কারণে সম্প্রতি শফিকুল ইসলামের অনত্র বদলির আদেশ হলেও তা অদৃশ্য কারণে স্থগিত হয়ে যায়। শুধু তাই নয় অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর পেনশনের কাগজপত্র গোছাতেও শফিকুল কে দিতে হয় মোটা অংকের ঘুষ! আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ভাঙিয়ে এবং নিজে রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি পদে নিজেকে আসীন করে বিভিন্ন ভূয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ সহ অবৈধভাবে রেলওয়ে কোয়ার্টার দখল,উক্ত কোয়ার্টারে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ! তবে
সচেতন মহল অফিস সহকারী শফিকুল ইসলামের বিরুদ্ধে এই সরাসরি দুর্ণীতির বিভাগীয় তদন্ত দাবী করেছেন। কারণ এই দূর্ণীতি ব্যক্তির পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের দূর্ণীতির মহোৎসব বলে মনে করছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.