গোলাম কিবরিয়া পলাশঃব্যুরো চিফঃ
ময়মনসিংহঃ ময়মনসিংহে যাত্রীদের অভিযোগ, ট্রেনের গার্ড ও ড্রাইভারের যোগসাজসে এ রেলপথে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। আজকেও ইচ্ছে করেই ড্রাইভার ট্রেনটি থামিয়ে ছিল, তবে এ ঘটনায় অভিযুক্ত ট্রেনের গার্ড আব্দুল গফুর জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ড্রাইভার তার ইচ্ছেমতো ট্রেন থামিয়েছে। আর অভিযুক্ত ট্রেনের ড্রাইভার আব্দুল হালিম জানান, ট্রেনটি রেলব্রিজে উঠার আগেই সাধারণত ট্রেনের গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়। আর সে সুযোগকে কাজে লাগিয়েছে ডাকাত দল। ময়মনসিংহ-নেত্রকোণার জারিয়া রেলপথে চলা লোকাল ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রেনের একটি বগির যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে তাদের নগদ টাকা, মুঠোফোন ও জিনিসপত্র লুট করে নিয়ে যায়।পূর্বধলা রেলস্টেশনে ট্রেন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান ও সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদুল উল্লাহ ভূঁইয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইউএনও মো. খবিরুল আহসান জানান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।