বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে শহীদ পরিবারে চেক বিতরণে- সারজিস আলম

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন

রাকিবুল হাসান আহাদ, বিশেষ প্রতিনিধিঃ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ময়মনসিংহ বিভাগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ৫৫ পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে। এ কারণে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ৫৫ শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

এ সময় সারজিস আলম চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন।

কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোন শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টাকাও লাগতে দিব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবন যাপন করতে হবে না। জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

সারজিস বলেন, ‘খুনি হাসিনা ও তার দোসরেরা সব দিক দিয়ে চেষ্টা করছে, আমরা যেন সফল না হই। কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি, তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না’।
তিনি বলেন, প্রশাসনের মধ্যে যারা জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের আইনের আওতায় আনতে হবে। বর্তমান প্রশাসনকে আরও কঠোর হতে হবে। আজকে যারা পদ পেয়েছেন তা ছাত্র-জনতার আন্দোলনের জন্য। আর আপনারা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে আপনাদের পদে থাকার প্রয়োজন নেই। আপনাদের মধ্যে যারা অন্যায় করেছে তাদের বিচার আপনাদেরই করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের স্বচ্ছতা বজায় রাখতে আহত এবং শহীদদের সঠিক তথ্য প্রয়োজন। আপনারা সেই তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

ময়মনসিংহ বিভাগে জুলাই অভ্যুত্থানে শহীদ হন ৯৩ জন। এর মধ‍্যে প্রাথমিকভাবে ৫৫ জন শহীদ পরিবারের হাতে অনুদানের চেক প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকিগুলো বিতরণ করা হবে। এ সময় অনুদানের চেক পেয়ে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin