বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:০৯ পূর্বাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে জনগণকে সচেতন করার জন্য ডেঙ্গু বিষয়ক বিশেষ বার্তা / লিফলেট বিতরণ করা হয়েছে এবং স্ব-স্ব অফিস প্রাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, ২৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে এইচপিভি ক্যাম্পেইন ২০২৪ এর কার্যক্রম শুরু হয়েছে। ১০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত মোট ১৫৫৪৭৩ জনকে এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

ময়মনসিংহ জেলা শিক্ষা অফিস কর্মকর্তা জানান, জেলাধীন উপজেলা ভিত্তিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান সম্পন্ন হয়েছে। অনিবার্য কারণে যদি কোন ছাত্রী টিকা গ্রহণ না করে থাকে তাদের দ্রুত টিকা প্রদানের পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে ।

ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রাসায়নিক সারের কৃত্রিম সংকট যেন না হয় সেজন্য চাহিদা মোতাবেক সার সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সাথে সমন্বয় করে কাজ করার জন্য উপজেলা অফিসারগণকে পরামর্শ প্রদান করা হয়েছে। রবি মৌসুমের প্রণোদনার সার ও বীজ যথাযথভাবে বিতরণ করার জন্য উপজেলা কৃষি অফিসারগনকে পরামর্শ প্রদান করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, বিশেষ করে এই সভায় উপস্থিত কোন দপ্তরের যদি কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হয় বা উপজেলা নির্বাহী অফিসারদের কোন সহযোগিতার প্রয়োজন হয় তাহলে সেটা আমরা করব, কিন্তু কাজের মধ্যে কোন সমন্বয়হীনতা থাকতে পারবে না। তিনি আরো বলেন, এ জেলার উন্নয়নে অবশ্যই আমাদের সকলের সমন্বয়ে কাজ করার বিকল্প নেই।

সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin