ব্যুরো প্রধান ময়মনসিংহঃ ময়মনসিংহ নগরীর আলীয়া মাদ্রাসা রোড ভৈরব রেললাইন গেইটে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড স্থাপন করা হয়েছে, যার ফলে একদিকে সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট, অন্যদিকে এই সিএনজিগুলো থেকে হাজার হাজার টাকা চাঁদা উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে কথিত ওয়ার্ড আওয়ামী লীগ নেতার ছেলে আলম। প্রতিদিনের যানজট এবং চাঁদাবাজির কারণে স্থানীয় বাসিন্দারা ব্যাপক দুর্ভোগে পড়ছেন। এলাকাবাসী অভিযোগ করছেন, এই অবৈধ সিএনজি স্ট্যান্ডের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এবং নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে সচেতন স্থানীয় মহল প্রশাসনের কাছে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, প্রশাসন অবৈধ সিএনজি স্ট্যান্ড বন্ধ করে এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে নাগরিকরা স্বাভাবিকভাবেচলাচল করতে পারেন এবং পরিবহন ব্যবস্থা স্বচ্ছ ও সুষ্ঠু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.