
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালের নতুন ভবনের সাত তলায় আগুন লাগে।প্রত্যক্ষদর্শীরা জানান, সাত তলার একটি কক্ষ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে ওই তলায় অবস্থানরত রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নেয়া হয়।
খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে সাত তলার একটি কক্ষের আসবাবপত্র ও কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.