ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এলাকাটিতে দীর্ঘদিন সাংগঠনিকভাবে সক্রিয় থাকা এই দলটি এবারও ভোটের মাঠে শক্ত উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসনটিতে জামায়াতের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে উঠে এসেছেন আনোয়ার হোসেন সুজন, যিনি ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।
এলাকাবাসীর দাবি, জামায়াত এবার নীরবে কিন্তু সংগঠিতভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণা, জনসংযোগ এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান দৃঢ় করছে দলটি।রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ময়মনসিংহ-২ আসনে ভোটের কৌশল, সংগঠনভিত্তিক ভোট ব্যাংক ও তরুণদের সম্পৃক্ততা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।স্থানীয় পর্যবেক্ষকদের মতে, আনোয়ার হোসেন সুজনের নেতৃত্বে দলটির ঘরোয়া প্রস্তুতি ও মাঠ কার্যক্রম ইতোমধ্যে ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.