আতিকা ইসলাম, ময়মনসিংহ :
রেদয়ান আহমেদ ওরফে রতন, তার সহযোগী সিএনজি চালক বাবু মিয়া ও পারভেজ । ময়মনসিংহ অঞ্চলে পথিমধ্যে চা-পানের অজুহাতে কোনো দোকানের সামনে অটোরিকশাটি দাঁড় করায়। নিজেরা চা-পানের সময় চালককেও আমন্ত্রণ জানায়। একপর্যায়ে চালকের চায়ের কাপে কৌশলে চেতনানাশক ওষুধ বা ট্যাবলেট মিশিয়ে দেয়া হয়। চা-পান শেষে তারা দ্রুত সিএনজি অটোতে ওঠে পড়ে। কয়েক মিনিটের মধ্যে চালক অচেতন হয়ে পড়লে তারা তাকে রাস্তায় ফেলে সিএনজি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে সিএনজি অটোয় থাকা মোবাইল নম্বরে মালিককে ফোন করে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে মোটা অংকের টাকা । ৭ থেকে ১০ দিন ধরে চলে টাকা আদায়ের প্রচেষ্টা। টাকা পাওয়ার পর কোনো প্রত্যন্ত এলাকায় সিএনজি অটোরিকশাটি রেখে মালিককে ফোনে জানায়, অমুক জায়গায় আপনার গাড়ি রাখা আছে। সিএনজি অটোপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করে রতন, সিএনজি বাবু মিয়া ও পারভেজ চক্র তাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ৮ নং ওয়ার্ডে
ডিবির এসআই জলিল জানান, টাকার বিনিময়ে চোরাই সিএনজি ফিরিয়ে দেয়ার কারণে অনেকে তাদের নামে অভিযোগ দায়ের করেন না। এ কারণে তাদের নামে মামলার সংখ্যা কম। চোর চক্রের সদস্যরা সিএনজি চালনায় পারদর্শী বলেও তিনি জানান।