প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৫:২২ এ.এম
যে কলম সত্যের পক্ষে চলে,তার দিকে ছুটে আসে গালি,হুমকি

গালি,হুমকি,সাংবাদিকের নিত্য সঙ্গী,আজকাল সত্য লেখা যেন অপরাধ!
যে কলম সত্যের পক্ষে চলে,তার দিকে ছুটে আসে গালি,হুমকি আর ভয় দেখানো নানা কৌশল।
কেউ ফোনে ভয় দেখায়, কেউ পেছনে ষড়যন্ত্র করে, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্র হননেই মেতে ওঠে!
কিন্তু প্রশ্ন হলো —সত্য বলাই কি অপরাধ?
জনগণের টাকায় দুর্নীতি ধামাচাপা দেওয়াই কি এখন বুদ্ধিমানের কাজ?
একজন সাংবাদিকের হাতে অস্ত্র নেই,আছে শুধু কলম। আর সেই কলমই সবচেয়ে বড় ভয় দুর্নীতিবাজদের! তারা জানে কলম থামলে সত্য হারিয়ে যাবে। তাই গালি দেয়,হুমকি দেয়,ভয় দেখায়—যেন সত্য চুপ হয়ে যায়!
কিন্তু না,সত্যের পথে যারা হাঁটে,তারা ভয় পায় না।কারণ তাদের পাশে থাকে জনগণ,ন্যায় আর বিবেক।
গালি নয়,সত্যের জবাব দিন সত্য দিয়ে।
কারণ ইতিহাসে জায়গা পায় সত্য বলার মানুষই,ভয় পেয়ে পিছু হটা কেউ নয়!
শেখ মামুনুর রশীদ মামুন,
সাংবাদিক,ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.