বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যোগ্য ও শিক্ষার্থীবান্ধব ভিসি চান ইবি শিক্ষার্থীরা

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ২:১১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া:

বাইরে থেকে নয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকেই সৎ, যোগ্য ও শিক্ষার্থীবান্ধব শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রোববার (২৫ আগস্ট) বেলা ১২টায়  বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাইরে থেকে ভিসি হিসেবে দেখতে চাই না’, ‘খুনি হাসিনার সুবিধাভোগী কাউকে উপাচার্য হিসেবে চাই না’, ‘শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই’সহ শিক্ষার্থীদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্লা-কার্ড দেখা যায়। মানববন্ধনে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী এনামুল হক ইমন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রলীগ দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। সেই সময় প্রশাসন আমাদের ন্যূনতম সহায়তা করেনি। কিন্তু আমাদের কিছু শিক্ষকরা ছিলেন, তারা আমাদের সহায়তা করেছিলেন। এমনকি তারা আমাদের থানা থেকে ছাড়িয়া আনার ব্যবস্থা করেছিলেন। বিগত দিনগুলোতে যেসব ভিসি বাইরে থেকে এসেছেন, তারা কেউই মেয়াদ শেষ করতে পারেননি।

বাইরে থেকে আসা ভিসিদের উদ্দেশ্য নিজেদের স্বার্থে পকেট ভারি করা। তারা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া দাবি কখনো বুঝবেন না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এমনটা কখনোই চাইবেন না। আমরা চাই, যেসব শিক্ষক আমাদের বিশ্ববিদ্যালয়টাকে নিজের মনে করেন তারা এই বিশ্ববিদ্যালয়ের ভিসি হবেন। বাইরে থেকে ভিসি আসলে আমরা তাকে অবাঞ্চিত ঘোষণা করবো।

আইন বিভাগের আরেক শিক্ষার্থী শ্রাবণ বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত আমাদের এই বিশ্ববিদ্যালয়। এখানে অনেক যোগ্য অধ্যাপক কর্মরত আছেন। আমরা এদের মধ্যে একজন যোগ্য ও শিক্ষার্থীবান্ধবকে আমাদের ভিসি হিসেবে দেখতে চাই। বাহিরের বিশ্ববিদ্যালয় উড়ে এসে জুড়ে বসা কাউকে ভিসি চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin