শেখ মামুনুর রশীদ মামুনঃ
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজানে ও ঈদ -উল ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার লক্ষ্যে গৃহীতব্য পদক্ষেপ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে, শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ নগরীর যানজট,নিত্য প্রয়োজনীয় পণ্য, ঈদ উপলক্ষ্যে অবৈধভাবে গাড়ি ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়।এ সময় উপস্হিত ছিলেন মোটর মালিক সমিতির বিভিন্ন নেতৃত্ব বৃন্দ,এবং সিটি কর্পোরেশন, সড়ক বিভাগ, ও বিদ্যুৎ বিভাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ ।