মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাশিয়ার গ্রামে ইউক্রেনের হামলায় নিহত ২

অনলাইন  ডেস্ক: / ৫৩ Time View
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩, ৬:২২ পূর্বাহ্ন

রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের একটি গ্রামে ইউক্রেনের হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ওই অঞ্চলের মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার গণমাধ্যমে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

দুই দেশের মধ্যকার সীমান্তের পূর্ব দিকে অবস্থিত সুজেমকা গ্রামে ইউক্রেন গোলাবর্ষণ করেছে। ব্রিয়ানস্ক অঞ্চলের মেয়র আলেক্সান্ডার বোগোমাজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বলে রাশিয়ার তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বোগোমাজ বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলার ফলে দুর্ভাগ্যবশত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে কাজ করছেন জরুরি বিভাগের কর্মীরা।গভর্নর জানান, বড় ধরনের হামলার আগে সুজেমকাতে একটি আবাসিক ভবনে একটি কামানের আঘাত লাগে। এর ফলে আংশিক ক্ষতি হয় এবং একজন আহত হয়। পূর্ব ইউক্রেনের কর্মকর্তারাও জানিয়েছেন যে, ইউক্রেনের গোলাগুলিতে দোনেৎস্ক শহরে আট বছর বয়সী একটি মেয়ে শিশুসহ নয়জন নিহত হয়েছে। তবে ইউক্রেন কখনোই প্রকাশ্যে রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার দায় স্বীকার করেনি।

এর আগে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। একটি ভবনে হামলাতে চার শিশুসহ ২৫ জন নিহত হয়। এছাড়া আহত ১৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, দেশটির মধ্যাঞ্চলীয় চেরক্যাসি অঞ্চলের উমান শহরের একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে চার শিশুসহ ২৫ জন প্রাণ হারান। হামলায় ওই ভবনের ৪৬টি অ্যাপার্টমেন্টের মধ্যে ২৭টিই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এদিকে ইউক্রেনের এক সামরিক গোয়েন্দা কর্মকর্তা শনিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় ৪০ হাজার টন তেলের ধারণক্ষমতা সহ ১০টিরও বেশি জ্বালানী স্টোরেজ ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। তবে দুপক্ষই বেসামরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin