প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৩, ২:৪৩ পি.এম
রাস্তায় গাছ ফেলে ট্রাক আটকিয়ে টাকা লুটের অভিযোগ, গ্রেফতার-১

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের তারাইল-সদরপুর সড়কের চরদুয়াইড় নামক স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ট্রাক আটকিয়ে ৬ গরু ব্যবসায়ীর ১০ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দলের হামলায় ৩ গরু ব্যবসায়ী আহত এবং তাদের বহনকারী ট্রাকটি ব্যাপক ভাংচুরের শিকার হয়।
রোববার দিবাগত ভোররাতে স্থানীয় চরদুয়াইড় গ্রাম থেকে ট্রাক যোগে তারা গরু ক্রয়ের জন্য খুলনার উদ্যেশ্যে যাচ্ছিলেন।
ভাঙ্গা থানার এস,আই অমীয় মজুমদার জানান, সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে আসে।দুপুরে ঘটনায় জড়িত সন্দেহে জুয়েল তালুকদার (২৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.