সোহেল কবির, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভোলাভ ইউনিয়নের গুতুলিয়া মৌজায় মর্ডান জমিদার সিটি নামক ভূঁইফোড় আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল ৭ ই মে বুধবার এ অভিযান পরিচালনা করেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তাছবীর হোসেন।
এ সময় মর্ডান জমিদার সিটি নামক ভূঁইফোড় ভূমি দস্যুদের বিরুদ্ধে স্থানীয় কৃষকদের বিভিন্ন অভিযোগের ভিক্তিতে এ অভিযান পরিচালনা করেন। অনুমোদনহীন এ আবাসনটি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ও জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমিতে বালু ভরাট করে বেআইনিভাবে দখল করে আসছে। এতে করে স্থানীয় কৃষকরা ভূমিহীন ও নিঃস্ব হয়ে যাচ্ছে। পূর্বপুরুষর রেখে যাওয়া সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ হচ্ছে স্থানীয় কৃষকরা যার ফলে কৃষকদের অপূরনীয় ক্ষতি হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে কৃষি ও চাষযোগ্য জমি। পূর্বাচলের সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ তাছবীর হোসেন জানান ভূমিতে প্রকৃত মালিকের স্বত্ব নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.