স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির এক পক্ষের সমাবেশকে পন্ড করতে আরেক পক্ষের লোকজনেরা যুবদলের কার্যালয়ে হামলা চালিয়েছে। হামলাকারীরা বিএনপি, যুবদল ওছাত্রদলের ৮ নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছে। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব বাজারে এ ঘটনা ঘটে। কাঞ্চন পৌর যুবদলের ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঘল হোসেন জানান, আজ (শনিবার) বিকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়ার পক্ষে উপজেলার রূপসী এলাকায় বালুর বালুর মাঠে সন্ত্রাস, চাদাবাদ, মাদক ও দখলদারদের বিরুদ্ধে বিএনপির সমাবেশের আয়োজন করেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে বিরাব বাজারে ১ নং যুবদলের কার্যালয়ে এলাকার দলীয় লোকজন নিয়ে আলোচনা সভা করা হয়।
বিষয়টি জানতে পেরে আমি আমার লোকজন নিয়ে তাদের জিজ্ঞাসা করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আমি আমার লোকজন নিয়ে সেখান থেকে চলে আসি। তবে সমাবেশকে পন্ড করতে কোন ঘটনা ঘটেনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম বলেন, মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ডাকা সন্ত্রাস, চাদাবাদ, মাদক ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশকে পন্ড করতে জেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ ও তার লোকজন ওয়ার্ড যুবদলের কার্যালয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ৮ নেতাকর্মীকে কুপিয়ে জখম করে। এটা উদ্দেশ্যে প্রনোণীতভাবে করা হয়েছে। হামলাকারীরা চায়না এমন সমাবেশ হোক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি। এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, হামলা ও মারধরের সংবাদটি পেয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।