স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ শিক্ষার্থীর সাথে ৫ বছর ধরে শারিরীক সম্পর্ক করে ৩ লাখ টাকা ও স্বর্নলংকার (২ভরি) আত্মসাতের অভিযোগ উঠেছে মো: রায়হান শরীফ নামে অপর এক সহপাঠী শিক্ষার্থীর বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী রূপগঞ্জ থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী ও অভিযুক্ত মো : রায়হান শরীফ গোলাম মোস্তফা মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার কালাই থানার করিমপুর এলাকার বর্তমানে তারাব পৌরসভার খাদুন জায়দুল ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া ও মো: সাইফুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মো : রায়হান শরীফ তারাব পৌরসভার মৈকুলি এলাকার মো : আবুল খায়েরের ছেলে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান, প্রায় পাঁচ বছর আগে মো: রায়হান শরীফের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে উঠে। আমার সাথে সুসম্পর্ক গড়ে পর্যায়ক্রমে ৫ বছরে ৩ লাখ টাকা ও দুই ভরি স্বর্নলংকার আত্মসাৎ করে। এমতবস্থায় মো : রায়হান শরীফ অন্যত্র বিবাহ করার পায়তারা করিতেছেন।
আমি কারন জানতে চাইলে আমাকে মারধর করে শারিরীক সম্পর্কের বিভিন্ন ছবি ও ভিডিও তথ্য থাকা মোবাইল ফোন নিয়ে যায়। এ বিষয়কে কেন্দ্র করে গতকাল রাতে মো:রায়হান শরীফ, তার বাবা মো: আবুল খায়েরসহ অজ্ঞাত ৪/৫ জন বাড়িঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া প্রান নাশের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে অভিযুক্ত মো :রায়হান শরীফ কোন কথা বলতে অনিচ্ছুক বলে জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.