 
						সোহেল কবির, স্টাফ রিপোর্টার : “এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”- এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার হাটাব চাঁদের টেক এলাকায় স্থানীয় সামাজিক সংগঠন বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৪টার দিকে হান্ডিমার্কেট থেকে শুরু হয়ে বাড়ৈপাড়া, চাঁদের টেক, আতলাশপুর ও হাটাব বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। একজন মাদকাসক্ত যেমন নিজের জীবন ধ্বংস করে, তেমনি তার পরিবার ও সমাজকেও বিপথে নিয়ে যায়।” বক্তারা আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে বাঁচাতে বৃহত্তর হাটাব সমাজকল্যাণ সংস্থা ধারাবাহিকভাবে মাদক বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। এলাকার সবাই একসাথে কাজ করলে হাটাব চাঁদের টেক ও এর আশপাশ থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিরতরে উৎখাত করা সম্ভব।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ওমর ফারুক, সদস্য রাজু জুয়েল, বদরুজ্জামান বদরুল, মাহবুবুর রহমান (শাকিল), ওবায়দুল হক জুয়েল, জাকারিয়া রোমান, সিয়াম মোল্লা, কাজী রোমান, ফরিদুল ইসলাম, রাছেল মিয়া, ইব্রাহিম মিয়া, নাদিম সিকদার, রুহুল মিয়া, মিনহাজুল হক মুমিত, রবিউল ইসলাম, মিজানুর রহমান, ওয়াহিদুর রহমান শাহেদ ও শাহ আলম মিয়া প্রমুখ। বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে হাটাব ও আশপাশের এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানান।