রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলী ওরফে ‘শুটার অলির’ বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪মে) দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা সিলেট মহাসড়কে বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অলিকে সম্প্রতি যুবদলের কর্মী দাবি করে একটি মহল তাকে রক্ষা করার চেষ্টা করছে। অথচ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
সে ভুয়া যুবদল পরিচয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। অভিযোগ রয়েছে, সে নিরীহ মানুষের জমি দখল,ঘরবাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত শনিবার ০৩ মে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং এলাকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালায় এবং চাঁদা দাবি করে চাঁদার টাকা না দেওয়ায় আসিফ,মফিজ, তানভীর ও রাশিদাসহ ওই এলাকার কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করেন ।
বক্তারা আরো বলেন, অলির নেতৃত্বে এলাকার নিরীহ জনগণ প্রতিনিয়ত ভয়ে থাকে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, দ্রুত শুটার অলিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকি উল্লেখ করে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে রূপগঞ্জ থানায় তানভীর,রাশিদা ও চুন্নু খা বাদী হয়ে পৃথক তিনটি অভিযোগ দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.