একেএম,রুহুল আমীন স্বপন( স্টাফ রিপোর্টার) : আজ ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বোর্ডের ২৮৬তম সাধারণ সভায় সিদ্ধান্ত হয় , বিশিষ্ট গণমাধ্যম ব্যাক্তিত্ব,আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা হিসেবে দায়িত্ব পালন কারি ৮৮ ব্যাচের ডাঃ জামিল আহমেদকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান এবং মোঃ আমিনুল ইসলাম কে কোষাধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। ডক্টর জামিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
তিনি ইউএসএআইডির অধিনে বিভিন্ন প্রকল্পের পরিচালক হিসেবে ,কেয়ার বাংলাদেশ ,সেভ দ্য চিলড্রেন -ইউএসএ,ওয়াটার এইড,অ্যাকশন এইড,ওয়ার্ল্ড ভিশন,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। ডঃ জামিল জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি মহামান্য রাষ্ট্রপতির জাতীয় প্যারেড গ্রাউন্ড ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সমূহে জাতীয় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১২ সালে সম্মানজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন কতৃক প্রদত্ত ,আইজেন হাওয়ার ফেলোশিপ (USA) অর্জন করেন।
ডক্টর জামিন আহমেদ ৮৮ ব্যাচের একজন নিবেদিত বন্ধু। তিনি অনেক গুনে অধিকারী। বর্তমানে তিনি চ্যানেল 9 এ রাত ১০ টায় টকশোর সঞ্চালনা করছেন। অন্য দিকে রোটারিয়ান সিপি মোঃ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট আয়কর আইনজীবি ও সমাজকর্মী। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ও সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মোঃ আমিনুল ইসলাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ,জালালাবাদ অ্যাসোসিয়েশন ,নজরুল একাডেমি ,ক্লিন গ্রিন বাংলাদেশ ,রোটারি সেন্টার ও লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য। তিনি পর্তুগাল ,ইতালি,ইংল্যান্ড, সুইজারল্যান্ড ,অস্ট্রেলিয়া, মালয়েশিয়ায় বিভিন্ন ট্রেইনিং ও আন্তর্জাতিক কনফারেন্সে যোদান করেছেন।