মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার গড়াই নদীতে নির্মিত রেলসেতুর ওপর থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পোড়াদহ জিআরপি পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।এরপর সেটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে ওই যুবকের পরিচয় এবং মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।স্থানীয়দের বরাত দিয়ে পোড়াদহ জিআরপি পুলিশের ওসি এমদাদ হোসেন জানান, সকালের দিকে স্থানীয় কয়া গ্রামের লোকজন রেলসেতুর ওপর অজ্ঞাত এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে, ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে থাকতে পারে। তবে তার পরিচয় এবং মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।