লক্ষ্মীপুর প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এজেন্টেদের কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এমন অভিযোগ করেন ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম। এঘটনায় পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন সংশ্লিষ্ট প্রার্থী সেলিনা ইসলাম।
অভিযোগ রয়েছে নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়ন ও তার কর্মী সমর্থকরা ঈগলের এজেন্টদের বাড়ী ঘরে গিয়ে বিভিন্ন গালমন্দ করে এবং পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখায়। এসময় হুমকি দিয়ে বলে কেউ যেন কেন্দ্রে না যায়। এছাড়া বিভিন্ন এলাকায় ঈগলের নির্বাচনী অফিস ভাঙচুর কর্মী সমর্থকদের মারধরেরও অভিযোগ উঠেছে। সদরের আংশিক ৯ ইউনিয়নের ২৭ টি কেন্দ্র সহ মোট ৬৬ টি কেন্দ্রে এজেন্ট নিয়োগকৃত এজেন্টরা জীবনের ঝুঁকিতে আছ বলে জানান তিনি। নির্বাচনী আচারণ বিধি পরিপন্থী এমন কাজের প্রশাসনের হস্তক্ষেপ চান সেলিনা। এজেন্টদের দায়িত্ব পালনে আইনি সহায়তাও চান তিনি।