আহমেদ সাজু, সখীপুর: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ আদানি এলাকায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হওয়ায় সাংবাদিকের মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সখীপুর থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার বাড়ির পাশে দুপুর আনুমানিক ১টার দিকে দীর্ঘদিন যাবৎ বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের কয়েকজন জমি জবর দখল ও গাছ কাঁটতে গেলে গণমাধ্যম কর্মী রাকিব শিকদার ওরফে ( লাল)এর বৃদ্ধ মা সামাদ শিকদারের স্ত্রী মরিয়ম(৬২)বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। ভুক্তভোগী মরিয়মের ছেলে আমিনুল শিকদার বলেন,এই ঘটনায় পূর্বে জমি জটিলতা নিরসনের জন্য থানায় অভিযোগ করলে তা নিষ্পত্তি করতে গ্রাম্য শালিশী বৈঠকের মাধ্যমে মাতব্বর গণের উপস্থিতিে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপোষ করে দিয়েছে।
কিন্তু প্রতিপক্ষের লোকজন ঐসময় শালিশী বৈঠকে সব মেনে নেওয়ার পরও আবার নতুন করে অন্যায়ভাবে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। আমার বৃদ্ধ মাকে যেভাবে মেরেছে তা কল্পনাও করিনি।লাঠির আঘাতে মায়ের একটি বাম হাত গুরুতর জখম হয়।সখীপুর থানায় কয়েকজনের নাম উল্লেখ করে আমিনুল শিকদার বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন বলেন,বিরোধ নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের মতামতের ভিত্তিতে আপোষ করে দেওয়া হয়েছে।অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই)মাসুদ রানা জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।