আহমেদ সাজু ,সখীপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকার জুবায়ের পন্থী ওলামা পরিষদ ব্যানারে টঙ্গী ইজতেমা ময়দানে মুসল্লী নিহতের ঘটনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। শুক্রবার (২০ডিসেম্বর)বিকেল আনুমানিক ৩টার দিকে তালত্বলা চত্বরে জুবায়ের পন্থী ওলামা পরিষদ এ সমাবেশের আয়োজন করে। উপজেলার তাওহীদি জনতা টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিহত মুসল্লী তাদের সমর্থক দাবি করে বিচারের দাবিতে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
এসময় মুফতি আসাদুজ্জামান তালুকদার বক্তৃতায় উপজেলার কোন সাদ পন্থী থাকলে খুনি হিসেবে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে ৭২ঘন্টার আল্টিমেটাম দেয়।ঐ ঘটনায় দ্রুত নিরস্ত্র ঘুমন্ত জুবায়ের পন্থী মুসল্লীদের হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেয়।এ-সময় আরও উপস্থিত ছিলেন সমাবেশের আহবায়ক মুফতি রফিকুল ইসলাম, উপজেলা ইমাম ও মোয়াজ্জিন সমিতির সভাপতি সামছুল আলম,মুফতি ফজলুর রহমান, মুফতি আ.রহিম মাওলানা আ.লতিফ প্রমুখ।