আহমেদ সাজু ,সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি ভাতগড়া এলাকায় এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে মৃত্যু ঘটনা ঘটেছে। শুক্রবার(১৫আগষ্ট)সকাল আনুমানিক ৬টার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়।নিহত জোসনা আক্তার(৫২) ভাতগড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী।ভুক্তভোগীর ছেলে জুয়েল জানান,নিজ ঘরে ভোরে তার মাকে ডাকাডাকির করেও কোন সাড়াশব্দ পাওয়া যায় না।স্বজনরা জানালার ফাঁক দিয়ে জোসনাকে ঝুঁলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া বলেন,আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.