আহমেদ সাজু সখীপুর, টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির আয়োজনে বনবিভাগের বিরুদ্ধে অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (২৭ডিসেম্বর)উপজেলা তালত্বলা চত্বরে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বনবিভাগ উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গত কয়েক দিন যাবৎ বনবিভাগ মাইকিং করে জেলার বিভিন্ন অঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।তার পরিপ্রেক্ষিতে সখীপুর উপজেলার বিএনপি বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের বনবিভাগের হয়রানি ও উচ্ছেদ অভিযান বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।
এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বিগত দিনের বনবিভাগের পৈশাচিক কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা দেয়। উপজেলার বিভিন্ন সড়কে মিছিল শেষে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সাজু,পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন,সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ,উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল,যুবদলের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.