আহমেদ সাজু ,সখীপুর -টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরএলাকায় অভিযান পরিচালনা করে অনিয়মের দায়ে ভ্রাম্যমাণে আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার(১৯ডিসেম্বর)বিকেলে অভিযান চালিয়ে উপজেলার পৌরএলাকার ক্যাপ্টেন মোড় সংলগ্ন দেওয়ান বেকারীর সত্ত্বাধিকারী মো.আলতাফ হোসেনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পূর্বদেশ ফিলিং স্টেশনের মালিক আতিকুর রহমানকে একই অপরাধের দায়ে ৬হাজার টাকা জরিমানা করা হয়।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শামা( ভূমি)।তিনি প্রতিনিধিকে জানান,এইরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।