আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া এলাকায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায় জড়িত ব্যক্তিদের আটক করে। বৃহস্পতিবার( ৪সেপ্টেম্বর) আনুমানিক ১২টার দিকে নলুয়া চেকপোস্ট চলাকালীন সময়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় নেওয়া হয়।পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে।পরে অভিযুক্তদের দেহ তল্লাশি করে ১০০পিচ ইয়াবা পাওয়া।এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত ৪জন হলেন,বরগুনা বেতাগী উপজেলার কান্তারকাটি গ্রামের জাহাঙ্গীর মৃধার ছেলে শহিদুল ইসলাম( ৩২), জয়পুরহাট জেলা সদরের আটঠোকা মহল্লার আব্দুল মান্নানের ছেলে আরিফুল ইসলাম( ৪৫), সোনা মিয়ার ছেলে রাসেল মিয়া,টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কদমতলা মোড় এলাকার সোনা মিয়ার ছেলে রাকিবুল ইসলাম রকি(২৫)। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো আবুল কালাম ভূইয়া জানায়, আসামিদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।সখীপুরে মাদক নির্মূলে সাড়াশি অভিযান চলমান থাকবে।