আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির ও ইসকন কমিটির উদ্যোগে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উপস্থিতিতে উৎসব ও আনন্দঘন পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রবিবার (৭জুলাই)প্রতিবছরের মতোই আষাঢ় মাসে হিন্দুদের সবচেয়ে উৎসব রথযাত্রা কেন্দ্রীয় মন্দির থেকে বের হয়ে বিধি অনুসারে শহরের বিভিন্ন গলি ঘুরে প্রায় ৩ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে সমাপ্তি ঘোষণা করে।
ধর্মীয় বিধানমতে জগন্নাথ দেবের রথগুলো নিম কাঠের তৈরি হাত ও পা অসম্পূর্ণ থাকে।মূলতঃবৈঞব, শৈব,শাক্ত,স্মার্ত ধর্মের অনুগামীরা পাপ বিনাশের আশায় (বড় দেউল) মন্দির থেকে বের করে রশি টেনে নিয়ে যায়।এসময় আরও উপস্থিত ছিলেন ইসকন নামহট্ট যুব সংঘ ও উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি গোপাল কর্মকার, সাধারণ সম্পাদক সনজিৎ শীল এবং সার্বিক তত্বাবধানে সখীপুর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ কর্মকার প্রমূখ।