প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৪:১৬ পি.এম
সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রের উপর হামলা

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলায় বুধবার ( ১৮ ডিসেম্বর) আনুমানিক রাত ১০ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেন সদরপুর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা। সংবাদ সম্মেলনে বক্তারা জানান,সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা হয়েছে। এই শিক্ষার্থীর নাম কাজী সাইফুল (২৪) তিনি নর্দান ইউনিভার্সিটি অধ্যায়নরত ছাত্র।
এই হামলার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করা ছাত্ররা।
এ ব্যাপারে হামলার শিকার ছাত্রের মা পারুল আক্তার বাদী হয়ে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মোতালেব জানান, আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.