মো:নুরনবী,জামালপুর :জামালপুর জেলার সুযোগ্য মানবিক পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেছেন, শান্তিপূর্ণ জেলা জামালপুরে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনীদের প্রশ্রয় দেয়া হয় না। কোন অন্যায়ের সাথে আপোষ করে না ও প্রশ্রয় দেয়া হয় না। অপরাধী যেই হোক না,কেন, যতই বড়ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। তিনি বলেন সন্ত্রাসী,খুনি,চাঁদাবাজ অন্যায়কারী যত বড়ই হোক না কেন তাদের কে ছাড় দেওয়া হবে না।
গত ২০ জুন জামালপুর পুলিশ সুপার এর নিজ কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে সাংবাদিক নাদিম হত্যা মামলার এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এই প্রতিবেদককে এ কথা বলেন। তিনি আরো বলেন,পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক কাজেই সাংবাদিকদের কাছে তথ্য এড়িয়ে যাওয়া বা সাংবাদিকদের তথ্য প্রদানে অসহযোগিতা করার কোন অবকাশ নেই। তিনি আরো জানান, দেশ ও সমাজ থেকে সকল ধরনের অপকর্ম,খুন,সন্ত্রাসী, রাহাজানি,ডাকাতি, অপহরণ, চুরি, জোয়া,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। সাংবাদিক ঐক্য বদ্ধভাবে থাকলে সমাজ ও রাষ্ট্রের উপকার হয়। এ জন্য জন্য তিনি সকল সাংবাদিকদেরকে সত্য, ন্যায় ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার আহবান জানান। তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কোন পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয়,সেই দিকে লক্ষ্য রেখে জামালপুর পুলিশ কাজ করে যাচ্ছে। যদি কোন পুলিশ সদস্য বেআইনি কাজ করে তাকে ছাড় দেওয়া হবে না ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.