মোঃ আশরাফ আলী
স্বামী হলো বউয়ের পোলা
নাম ধরে ডাকে,
উঠতে বসতে করে শাসন
বউ হয়ে কি তার সাজে।
এটা আবার কোন যুগ
কোন সভ্যতা এলো,
নাম ধরে ডাকার অধিকার
নারী কোথা পেলো।
লজ্জা পাই মুখের ভাষা শুনে
চুপিসারে খুজি তার মানে,
মার্কেটে গেলে ভুলে যাও
স্বামীর টাকায় চাইনিজ খাও।
অহংকারে হাত পরেনা জলে
ঘরের কথা বাহিরে কি চলে,
ছন্দ ভুলে দন্দ লাগে
সেই আগুনে ঘর পোড়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.