অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ রয়েছেন।সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা। এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও কী ভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ে। উল্টো সরকারী বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, সাতক্ষীরাসহ নানা সীমান্তে পুশ ইন করাচ্ছে ভারত,কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের রক্ত ঝড়িয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছিলো শেখ হাসিনা এমনটাও জানান রিজভী।