বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে  বিয়ের প্রলোভনে ৫ বছর ধরে কলেজ শিক্ষার্থীর  সাথে শারীরিক সম্পর্কের অভিযোগ মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী নিহত পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিলো সন্ত্রাসীরা হত্যা মামলা মাথায় নিয়ে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গৌরীপুর প্রাণী সম্পদ অধিদপ্তর ও  ভেটেরিনারি হাসপাতালের  ফটক উদ্ভোধন যুবদল নেতার পুকুরে বিষ দিয়ে অর্ধ কোটি টাকার মাছ নিধন গৌরীপুরের ব্রাকের কৃত্রিম প্রজননে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ প্রচার-প্রচারনা ছাড়াই গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের তফসিল ঘোষনা কুষ্টিয়ায় নারী চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা রূপগঞ্জে অবৈধ আবাসন কোম্পানীর সাইনবোর্ড গুড়িয়ে দিয়েছে প্রসাশন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সরকারের মূল বার্তা জিরো টলারেন্স টু করাপশন”সচিব সাইফুল্লাহ

Reporter Name / ১০৪ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৬:৪৭ অপরাহ্ন

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ ময়মনসিংহঃ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের মূল বার্তা জিরো টলারেন্স টু করাপশন। দুর্নীতির মাত্রাকে শূন্যের পর্যায়ে নিয়ে আসা, মূল উৎপাটন করা সরকারের অন্যতম টার্গেট। আপনার অধীন বা আওতায় কেউ যদি দুর্নীতি করে তার দায়ভার আপনার উপরেও অনেকটা বর্তায়। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, আমরা সরকারি কর্মচারী জনগণের সেবক, বিশেষ পরিস্থিতিতে ২৪ ঘন্টাই সেবা দিতে বাধ্য। জনগণ যাতে সেবা থেকে বঞ্চিত না হয়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কাজকে মেনে নেওয়া নয়, মনে নিতে হবে। জনগণের চাওয়াকে মনে প্রাণে ধারণ করতে হবে। নিয়মিত অফিসে না আসা, দুর্ব্যবহার করা, সেবাগ্রহীতাকে সঠিকভাবে সেবা না দেওয়া, এসব দুর্নীতির শামিল। তিনি আরো বলেন, আপনার প্রতিষ্ঠানের সংস্কার আপনার মাধ্যমেই আসতে হবে, আপনাকেই করতে হবে। দায়িত্বশীলতার সাথে কাজগুলো করতে হবে। অতীতের মত দুর্নীতির গ্রাসে দেশ যেন তলিয়ে না যায়। কেন্দ্রীয়ভাবে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

কমিশনগুলো তার সর্বোচ্চটা দিয়ে কাজ করছে। মাঠ পর্যায়ে আপনাদের নিজেদেরই সংস্কারে নামতে হবে। সরকারের পক্ষ থেকে সে আহ্বান জানাচ্ছি। সভায় অন্যান্যের মাঝে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin