নুরনবী জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার একাত্তর টিভি ও বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যা করার অভিযোগে জামালপুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।এতে বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান,সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু,বজলুর রহমান ও মোস্তফা মঞ্জু প্রমুখ।বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারযান সাংবাদিক নাদিম। পূর্বশত্রুতার জেরে বুধবার রাতে বকশীগঞ্জ বাজারে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হন গোলাম রব্বানী নাদিম। পরে স্থানীয়রা ুউদ্ধার করে প্রথমে নাদিমকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে, ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায বৃস্পতিবার বেলা আড়াইটার দিকে মারাযান।বক্তারা সাংবাদিক নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।